দাবা খেলা শেখা ,দাবা খেলা শেখার সহজ উপায় জানুন ও শিখুন

**দাবা খেলা শেখার সহজ উপায় **


দাবা খেলা শেখা
দাবা খেলা শেখা 

শুরুতে  দাবা খেলা নিয়ে কিছু কাথা জানা একান্ত দারকারি 

দাবা খেলার আবিস্কার হয় ১৫ শতকে, ইউরোপে দাবা খেলার খুবই জনপ্রিয়তা তবে উতপত্তি স্থান কোথায় সেটা পরিস্কার না হলেও অনেকে ভারত বলে দাবী করেন।

দাবা খেলার বোর্ড এ বিপরিত রঙের স্কয়ার ছক আঁকানো ঘর থাকে (সাদা-কালো) রঙ বেশী দেখা যায় এবং একটি দাবার বোর্ড এ (২) জন খেলোয়াড় থাকে বা দুটি পক্ষ থাকে ।  প্রতি পক্ষে ১৬ টি করে ঘুঁটি থাকে।
প্রথমত আপনাকে ঘুঁটি চিনতে হবে।

ঘুঁটির পরিচিতি

১ টি রাজা 
১ টি মন্ত্রী
২ টি নৌকা
২ টি হাতি
২ টি ঘোড়া
৮ টি সৈন্য

দুটি পক্ষে একই নামের ঘুঁটি থাকবে একটি উদাহরনের সাথে বলতেছি দুটি পক্ষ হল দুটি দেশ এক দেশ বিপরীত দেশ কে আক্রামন করবে তবে সেটা নিয়মনীতি আনুসারে কোন ঘুঁটি তার নিজ ইচ্ছাতে চলতে পারবেনা তাই এখন জানতে হবে ১৬ টি ঘুঁটির মাঝে ৬ ধরনের ঘুঁটির চলার পথ ভিন্ন ভিন্ন।

১/ দাবা খেলার গুরুত্বপূর্ণ ঘুঁটি রাজা । দুটি পক্ষ এর একটি লক্ষ্য রাজাকে চেকমেট করা রাজা তার সকল বাহিনী নিয়ে  আক্রামন করবে একটা সমায় যখন রাজা সব হাড়িয়ে নিঃস্ব হয়ে চলার কোন পথ থাকবে না তাখন অন্য পক্ষ জিতে যাবে।রাজা চলার পথ সে ৪ দিকে ১ ঘর করে যাবে সামনে পিছে ডানে বামে আড়াআড়ী । তবে যেখানে তাকে খেয়ে ফেলা যাবে সেখানে যেতে পাড়বে না । রাজা যখন অন্য ঘুঁটি দারা আক্রান্ত হয়, তখন সেটা "চেক '' হবে ।
কিন্তু রাজাকে বাচাতে মন্ত্রী হলো সবচেয়ে শক্তিশালী দাবার ঘুঁটি।

২/মন্ত্রী চলার পথ যে দিকে দু চোখ যায়। মন্ত্রী হল সবচেয়ে শক্তিশালী।

৩/হাতি চলার পথ প্রতি পক্ষে ২ টি হাতি থাকে, হাতি যতদূর সম্ভব যাবে, কিন্তু সেটা কোনাকুনি /আড়াআড়ী চলে। প্রত্যেকটা হাতি আলাদা রঙের ঘরে থাকবে সাদা কালো।সবসময় ঐ রঙের ঘরে-ই থাকবে।

৪/ মনে রাখবেন কোন ঘুঁটি নিজের আথবা অন্যের ঘুঁটির উপর দিয়ে যেতে পাড়বেনা তবে বাতিক্রম হল গোঁড়া । গোঁড়া চলার পথ নিজের আথবা অন্যের ঘুঁটির উপর দিয়ে লাফিয়ে চলতে পাড়বে তবে ২ দশমিক ৫ ঘর ইংরেজি এল এর মতো ,সামনে ২ ঘর যেয়ে ডানে বামে ১ ঘর।

৫/ নৌকা চলার পথ সোজা চলবে যতদূর সম্বব তবে ফাকা রাস্তা দিয়া ।

৬/সৈন্য সামনে চলে এক/(প্রথম বার ২) গর করে যদি ফাকা থাকে পিছনের দিকে যেতে পাড়ে না সৈন্য একটু আলাদা কারণ সৈন্য চলে এক রকম এবং খায় আরেক রকম ডানে বামে যেতে পাড়ে না তবে যখন অন্য ঘুঁটি খাবে সামনের দিকে আড়াআড়ী ভাবে খাবে সোজা সামনের ঘুঁটি খেতে পাড়বেনা। প্রথম চাল সৈন্য দিয়ে দিতে হবে কারন সৈন্যরাই সামনের শাড়ীতে থাকবে এবং সাদা গুটি নিয়ে যে পক্ষ খেলছেন তিনি সর্বদা প্রথম চাল দিয়ে থাকেন।

সৈন্যের একটি আলাদা পাওয়ার আছে যদি কোন সৈন্য বোর্ডের বিপরীত প্রান্তে পৌঁছাতে পাড়ে তবে সে যে কোন মরে জাওয়া পাওয়ার ওয়ালা  ঘুঁটিতে পদন্নতি লাভ করবে।

ঘুঁটি খাওয়ার নিয়ম প্রতিপক্ষের গুটিগুলি যে ঘরে রয়েছে গুটিগুলিকে সরিয়ে দিয়ে তারপর ঠিক সেই ঘরেই বসে।একই সময়ে একের বেশি ঘুঁটি চালতে পারবেন না তবে একটি ব্যতিক্রম হল আপনি ক্যাসলিং করতে পাড়বেন তখনই আপনি রাজা ও নৌকা একচালে একসাথে সরাতে পারবেন।রাজাকে নিরাপদ জায়গায় নিয়ে আসার একটি সুবর্ণ সুযোগ।তবে শর্ত হল অবশ্যই ঐ রাজা ও নৌকার প্রথম চাল হতে হবে এবং রাজা ও নৌকার মাঝে কোন ঘুঁটি থাকতে পারবেনা।

 দাবা খেলা শেষ হয় দু'টো উপায় : চালমাত করে বা ড্র করে।

আশা করি শিখতে পারছেন ।

আর একটু ভাল করে বুজার জন্য ভিডিও টি আপনার জন্য সহজ ও সহায়ক হবে ।


🇧🇩🇧🇩All Bangla tutorial🇧🇩🇧🇩

     
                                
 📀📀How to make money youtube all=✡️✡️

📱Android tips and Bangla tutorial=🛂


🌍Amazon affiliate Bangla tutorial=📱

Post a Comment

0 Comments