ডোমেইন কি,ডোমেইন কিভাবে কিনব,টপ লেভেল ডোমেইন কোথায় পাব,কম দামে ডোমেইন কিভাবে কিনব

ডোমেইন কি,ডোমেইন কিভাবে কিনব,টপ লেভেল ডোমেইন কোথায় পাব,কম দামে ডোমেইন কিভাবে কিনব।
গ্রাম বাংলা অনলাইন


আমরা ইতিমধ্যে যদি ব্লগ সাইট তৈরি করে থাকি এবং আমাদের লক্ষ্য যদি থাকে ইনকাম তাহলে গুগল এড-সেন্স এর সাথে লিঙ্ক করে দিবেন এটাই স্বাভাবিক।
যদি আপনি চেয়ে থাকেন ইউটিউব থেকেও ইনকাম করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল আছে এবং আপনার এড-সেন্স একাউন্ট টি ইউটিউব চ্যানেল এর সাথে এড করা । যদি এরকম হয় তবে আপনি ব্লগ সাইটকে এড-সেন্স একাউন্ট এর সাথে এড করতে পারবেন না।তাহলে এখন কি করা যায়?

আপনার ব্লগ সাইটকে ডোমেইন এ রুপান্তর করতে হবে যেমন আপনার ব্লগ সাইট এর ইউ আর এল থাকবে (yyyyy.blogspot.com) এ রকম এবং যদি ডোমেইন নিয়ে ব্লগ সাইটে অ্যাড করেন তবে সেটা হবে এ রকম (yyyyy.com)(.info)(.org) ইত্যাদি। এখন আপনে চিন্তায় পড়ে গেছেন কোথায় পাবো ডোমেইন, হা ডোমেইন আপনাকে কিনতে হবে।ভাবছেন অনেক টাকা পয়সা লাগবে না এটা আমার ধারা সম্ভব না।
আমি বলছি সম্ভব আপনে সামনে আগাতে পাড়েন।

ডোমেইন সম্পর্কে কিছু কথা বলে নেই নয়তো সমস্যায় পড়তে পাড়েন। ডোমেইন ভিবিন্ন দেশে ভিবিন্ন প্রভাইডার রয়েছে আপনি যখন কিনতে যাবেন দ্বিধা হতে পাড়ে যে কোনটা ভাল কোনটা মন্দ। আমি একটু সমালচনা সাথে বলি আমাদের বাংলাদেশে যে প্রভাইডার রয়েছে তাদের থেকে ডোমেইন নিলে ভাল সার্ভিস পাওয়ার সাম্ভবনা খুবই কম । তার কারন হল বাংলাদেশেী কিছু প্রভাইডার থেকে ডোমেইন কিনে ভাল সার্ভিস পায়নি যেমন সাইট ওপেন হয়না বা অন্য কোন সমস্যা হলে যোগাযোগ করার ওয়ে থাকলেও ফিডব্যাক পাওয়া যায় না। যাই হক সবই যে খারাপ তা কিন্তু না যাচাই করে দেখে নিবেন সেটাই ভাল হবে।যেমন কন্ট্রল প্যানেল দিবে কিনা। ট্রেনেস্ফার করা যাবে কিনা ইত্যাদি।

আমি আপনাকে সাজেস্ট করবো জনপ্রিয় যে সব সাইট রয়েছে যেমন GoDaddy,Hostgetor এ ধরনের সাইট থেকে ডোমেইন কিনলে ভালো সার্ভিস পাবেন। আপনি এই সামস্ত সাইটে কম দামে ডোমেইন কিনতে পারভেন তবে আপনাকে কুপন কোড ব্যাবহার করতে হবে। গুগলে সার্চ দিলে কুপন কোড পাবেন এবং আপনি মাস্টার কার্ড দিয়ে কিনতে পারবেন। যদি আপনার মাস্টার কার্ড না থাকে তবে যাদের আছে তার থেকে সহযোগিতা নিতে পাড়েন।সেখেত্রে মনে রাখবেন নিজের টা নিজে কিনার চেস্টা করবে এবং যদি কার মাধ্যমে কিনতে চান তাহলে সে যেন আপনার বিশ্বাস ভাজন হয়।

নিচে কম দামে কুপন ব্যাবহার করে ডোমেইন কিনার সম্পূর্ণ প্রসেস ভিডিও দেয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারেন।

                 বিস্তারিত দেখুন ভিদিওতে



ব্লগ সাইটে কিভাবে ডোমেইন সেট আপ করবেন ভিডিও দেখতে এখানে ক্লিক করুন




🇧🇩🇧🇩All Bangla tutorial🇧🇩🇧🇩


     
                                
 📀📀How to make money youtube all=✡️✡️

📱Android tips and Bangla tutorial=🛂



🌍Amazon affiliate Bangla tutorial=📱

Post a Comment

0 Comments