কিভাবে DBBL Apps Nexus-Pay দিয়ে Online Shopping, E-commerce Website পেমেন্ট করবেন |
এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, কিভাবে Dutch bangla bank এর Dbbl apps Nexus-Pay দিয়ে অনলাইনে শপিং করবেন এবং যেকোন ই- কমার্স ওয়েবসাইট কে পেমেন্ট করবেন।
যদি ডাচ বাংলা ব্যাংকে আপনার যেকোনো একাউন্ট থাকে অথবা যেকোনো কার্ড থাকে যেমন নেক্সাস কার্ড,ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং এবং রকেট। তাহলে আপনি Dbbl apps Nexus-Pay ব্যাবহার করে বাংলাদেশী যেকোনো ই- কমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করতে পাড়বেন।
সাধারন্ত ই- কমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে যেকোনো পণ্য বা সেবা কেনাকাটা করতে হলে Dutch bangla bank এর ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টেসন করে 2fa ডিভাইস ব্যাবহার করতে হয়।
Dbbl apps Nexus-Pay এর মাধ্যমেও অনলাইনে শপিং করতে পাড়বেন। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে Dutch bangla bank এর মোবাইল অ্যাপ Nexus-Pay ইন্সটল করে নিতে হবে । তারপর মোবাইল নাম্বার এবং ছয় সংখ্যার পিন নাম্বার দিয়ে রেজিস্টেসন করে নিতে হবে। তারপর আপনার যে কার্ড আছে (যেমন নেক্সাস কার্ড,ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং এবং রকেট) সেটা অ্যাড করে নিতে হবে। আপনি যখন ই- কমার্স ওয়েবসাইটকে পেমেন্ট করবেন তখন আপনার অ্যাড করা সেই আকাউন্ট থেকে বিল পেমেন্ট হবে।
যখন আপনি Nexus-Pay আপ্স লগইন করে হোম পেইজে থাকবেন তখন E-commerce নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করবেন, তারপর Nexus-Pay লগইন পিন নাম্বার দিবেন, তাহলে আপনাকে একটি ভারসুয়াল কার্ড দিবে যার সমায় হবে ১০ মিনিট। সেখানে থাকবে একটি কার্ড নাম্বার মেয়াদ উত্তীর্ণ ডেট এবং সি ভিভি নাম্বার।
এই কার্ডের প্রয়োজন কেন? কারন আপনার Nexus-Pay আপ্স এর সাথে যে কার্ডটি অ্যাড করছেন সেটি যদি Nexus কার্ড,রকেট,বা এজেন্ট ব্যাংকিং হয় সেখানে এই ২টি অপশন নাই যেমন মেয়াদ উত্তীর্ণ ডেট এবং সি ভিভি নাম্বার।তাহলে যদি পেমেন্ট অপশনে যেয়ে দেখেন মেয়াদ উত্তীর্ণ ডেট এবং সি ভিভি নাম্বার প্রয়োজন হয় তবে সেখানে এই সিস্টেম ব্যাবহার করবেন।
আর যদি পেমেন্ট অপশনে দেখেন মেয়াদ উত্তীর্ণ ডেট এবং সি ভিভি নাম্বার প্রয়োজন নাই এবং আপনি Nexus কার্ড,রকে্ট,বা এজেন্ট ব্যাংকিং দিয়ে পেমেন্ট করেন তাহলে দরকার হবে কার্ড হোল্ডার নাম মানে আপনার একাউন্ট নাম, কার্ড নাম্বার , পিন নাম্বার, দিয়ে যখন সাভমিট ক্লিক করবেন তারপর সিকিউরিটি টোকেন বা পিন নাম্বার দিতে হবে। আর এজন্যই দরকার হবে 2fa ডিভাইস।
বিস্তারিত ভিডিওতে দেয়া হল
এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী আরও ভিডিও দেখতে
>>>এখানে ক্লিক করুন<<<
ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলে
গ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন
Gram Bangla Online |
0 Comments