কিভাবে ঘরে বসেই electricity bills bKash করবেনএবং বিদ্যুৎ বিল চেক করবেন।
এই ভিডিওতে আপনাকে দেখাবো , কিভাবে আপনার বিকাশ একাউন্ট দিয়ে electricity bills পে করবেন। কিভাবে আপনার বিকাশ একাউন্ট দিয়ে বিদ্যুৎ বিল চেক করবেন,
বিদ্যুৎ বিল দিতে যেয়ে অনেকেই ভিবিন্ন সমস্যায় পড়ে থাকেন এবং অলসতা করে জরিমানাও দিতে হয় । তাছাড়া গ্রামে বসবাস কারী জনগন বিদ্যুৎ বিল দেয়ার জন্য অনেক দূরে যেতে হয় । তাই বর্তমানে প্রায় সবারই বিকাশ একাউন্ট আছে তাই কোন জামেলা ছাড়াই বাসায় থেকে বিকাশ একাউন্ট দিয়ে electricity bills দিতে পাড়বেন ।
আপনার electricity bills কত হল অথবা ভুল হ্ল কি না তাছাড়া বিল পেইড হল কি না এ সব কিছু চেক করে দেখতে পাড়বেন আপনার বিকাশ একাউন্ট থাকা মোবাইল দিয়ে ।
প্রথমে আমরা আমাদের বিল চেক করে দেখে নিব তারপরে বিল পেইড করবো ।
বরাবরের মত ডায়াল করবো *২৪৭#
৫ নাম্বার অপশন pay bill অপশনে সেন্ড করবো ।
১ নাম্বের অপশনে সেন্ড করবো electricity ।
আপনার বিল যদি পল্লি বিদ্যুৎ তা হলে ১ অপশনে সেন্ড করবেন আর যদি নেস্কু হয় তাহলে তাই জেনে নিবেন আপনার লাইন এর নাম কি?
যদি চেক করতে চান তাহলে ১ সেন্ড করবেন আর পে করলে ২ সেন্ড করবেন তার পড়ে একি প্রসেস
আপনার বিলের উপড় লেখা থাকবে এস এম এস একাউন্ট নং তো এখানে বিল একাউন্ট নাম্বার দিয়ে সেন্ড করবেন ।
আপনার বিলের ডান পাশে তারিখ দেয়া আছে এবং যে মাসের বিল সেই মাস এবং বছর মনে রাখবেন যদি ২০১৮ সালের ৭মাসের বিল হয় তাহলে ০৭২০১৮ এরকম হবে মানে টোটাল ৬ টি সংখ্যা হবে যদি ১০ মাসের বিল হয় তাহলে এরকম হবে ১০২০১৮ ওকে। সেন্ড করুন।
যদি চেক করেন তাহলে এরপরে পিন নাম্বার দিবেন । তারপ্রে আপনার বিল কনফারম করে সাথে সাথে একটি মেসেজ দিবে
মেসেজে দেখতে পাড়বেন বিল কত পেইড না কি আন পেইড
আর বিল পেইড করলে তারিখ দেয়ার পড়ে আপনার যত টাকা বিল আসছে তাই দিবেন অবশ্যই বিকাশ একাউন্টে পর্যাপ্ত টাকা থাকতে হবে।
তারপর বিকাশ পিন নাম্বার দিবেন
আপনার বিল পেইড সাকসেস মেসেজ আসবে ওকে।আসা করি বুজতে পারছেন যদি না বুজতে পাড়েন তাহলে ইউটিউব ভিডিও দেকে বুজতে পারবেন।
ইউটিউব ভিদিও দেখতে এখানে ক্লিক ক্রুন।
এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী আরও ভিডিও দেখতে
>>>এখানে ক্লিক করুন<<<
ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলে
গ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন
Gram Bangla Online |
- Dutch Bangla Bank all Bangla tutorial
- Free Blog site and personal website
- How to make money youtube all
- Android tips and Bangla tutorial
- Amazon affiliate Bangla tutorial
- Personal tips for my dear viewers
0 Comments