Amazon Associate affiliate Account বন্ধ হয় কেন এবং বন্ধ হলে কি করবেন ?

Amazon Associate affiliate Account বন্ধ হয় কেন এবং বন্ধ হলে কি করবেন ?

Amazon Affiliate Account বন্ধ হয় কেন এবং বন্ধ হলে কি করবেন ?

প্রথমত আমরা বাঙ্গালী এবং ইংরেজি একটু কমই বুজি। একথা বলার কারন হল যেকোনো ওয়েবসাইট যদি আমাদের কাজে লাগে বা সেই সাইটের কোন বিষয় সামগ্রী যদি আমরা ব্যবহার করি তাহলে হয়তো সেই সাইটে আমরা রেজিঃ করে থাকি আমাদের বাক্তিগত তথ্য দিয়ে থাকি, গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে ইমেইল পাসওয়ার্ড ব্যাবহার করতে হয়। এসমস্ত কেন দিতে হয়, কারন এটা তাদের নিয়মাবলী।

আমরা যখন Amazon Associate সাইটে Amazon Affiliate Account মেক করি থখন কোন এক স্টেপে সাইটের Tream and condition or অপারেটিং এগ্রিমেন্ট অপশন পেয়ে থাকি, সেখানে টিক দিয়ে সম্মতি জানাতে হয় এবং আমরা কোনকিছু না দেখে সেখানে টিক দিয়ে দেই তাছাড়া সেগুলো দেখার সমায় কোথায়, তবে দেখার সমায় থিকই পাওয়া যাবে যখন আপনার ইনকাম করা টাকা পয়সা সহ একাউন্ট বন্ধ হয়ে যাবে।

আসলে প্রতি সাইটে বাবহারের নিয়মাবলী দেয়া থাকে এবং সেগুলি যদি আপনি না মানেন তাহলে যেকোনো সমায় আপনাকে লাথি মেরে ফেলে দিতে পাড়ে।

ঠিক তেমনি Amazon Associate সাইটে অপারেটিং এগ্রিমেন্ট পেইজ আছে এবং সেই পেইজটা একটু কষ্ট করে জেনে নিবেন এবং পরবর্তীতে যখন আপনি এখানে কাজ করবেন সাবধানে করবেন, যেন আপনার কোন কাজ তাদের নিয়মের বাহিরে না যায়। কি করা যাবে বা কি করা জাবেনা সবকিছু দেয়া থাকবে অপারেটিং এগ্রিমেন্ট পেইজে।

তাছাড়া অনেক ক্ষেত্রে নিয়মনীতি পরিবর্তন হয়, যেটা আগে করা যেত সেতা এখন করা যায় না, তাই কোন পরিবর্তন আসলে অনেক সমায় ইমেলে জানানো হয়, কিন্তু আমরা সেটা খেয়াল করি না বা অলসতা করি, তাই এতে করে আমাদের অনেক সমায় বড় কোন প্রব্লেম হয়ে যায়।

তাই এসকল বিষয় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর একটা বিষয় মনে রাখবেন আপনি যদি  Amazon Associate সাইটে কোন নীতিমালা না মানেন তাহলে যেকোনো সমায় বা আপনাকে কিছু না জানিয়ে প্রোফাইল বন্ধ করে দিবে। আপনার আকাউন্টে থাকা পরিশ্রমের ফসল বিনষ্ট হয়ে যাবে।

যদি আপনার Amazon Associate Account বন্ধ হয়ে যায় তাহলে কি উপায়?
ঊপায় হল তাদের সাথে যোগাযোগ করতে পাড়বেন। Account বন্ধ হলে আপনাকে একটা মেইল দিবে এবং সে মেইলে বন্ধ হওয়ার কারন বিস্তারিত লেখা থাকবে, আপনি ভাল করে মেইল টা পড়ে নিবেন যদি কারন টা বুজতে পাড়েন আর সেটা যদি ঠিক না হয় তাহলে আপনি আপিল করতে পাড়বেন। আর যদি কারন্টা সত্যি হয় তাহলে তা স্বীকার করে ভুল মেনে নিবেন এবং ফিউচারে এমন হবেনা এসব বলে লিখে দিবেন কন্টাক পেইজে। মনে রাখবেন একাউন্ট বন্ধ হওয়ার পাঁচ দিনের ভিতরে। তাহলে তারা আপনার যোগাযোগ এবং আপনার Amazon Associate Account পর্যালোচনা করে দেখবে যদি তাদের পক্ষে আপনার Amazon Associate আই ডি ফেরত দেয়া সম্ভব হয় তাহলে দিবে আর যদি সম্ভব না হয় তাহলে সাড়া জীবনের জন্য একাউন্ট বন্ধ করে দিবে।

এই সকল বিষয় আরও কিলিয়ার বা প্রাক্টিকেল বুজার জন্য আমার ইয়উটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে পাড়েন।


এই ইউটিউব চ্যানেল থেকে  সহযোগী আরও ভিডিও দেখতে 
                                 
                                           >>>এখানে ক্লিক করুন<<<




ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলেগ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন 
Gram Bangla Online
Gram Bangla Online










  1. Dutch Bangla Bank all Bangla tutorial
  2. Free Blog site and personal website
  3.  How to make money youtube all
  4. Android tips and Bangla tutorial
  5. Amazon affiliate Bangla tutorial
  6. Personal tips for my dear viewers
  7. WordPess Bangla Tutorial 

Post a Comment

0 Comments