কিভাবে আপনার e-TIN Certificate/TIN Number নিজেই তৈরী করবেন ?
কারন আপনার ভিবিন্ন ক্ষেত্রে TIN Number/e-TIN Certificate প্রয়োজন হতে পাড়ে তাই এই বিষয় মাথায় রেখে আপনাকে পুরো ব্যাপার টা দেখান হল, যদি বুজতে পাড়েন তাহলে আপনার TIN Number/e-TIN Certificate অনলাইনে নিজেই তৈরী করতে পাড়বেন। এমনকি আপনি আপনার Android মোবাইল দিয়েই করতে পাড়বেন।
এজন্য আপনার ন্যাশনাল আই ডি কার্ড প্রয়োজন হবে,
প্রথমেই আপনাকে সরকারি একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এখানে লিংক দেয়া হল Click Now
তবে এই সাইটে যেতে একটু সমস্যা হতে পাড়ে, যদি সমস্যা হয় তাহলে আপনার Browser Advance অপশন দেখতে পাবেন অখানে ক্লিক করে আর একটি লিংক দেখা যাবে এখানে ক্লিক করে নিন তাহলে সাইটে যেতে পাড়বেন।
তারপর আপনাকে Registration করে নিতে হবে Usar ID হিসাবে Name/mobile number and Pasword মোবাইল নাম্বার ্দিয়া, তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে একটি Activation কোড নাম্বার পাবেন আতপর কোড নাম্বার দিয়া Active করে নিবেন।
তারপর লগইন ক্লিক করে Usar ID and Pasword দিয়া লগইন করে নিবেন তাহলে এরকম একটি পেইজ দেখতে পাবেন।
(For Registration/Re-Registration click here) এই অপশনে ক্লিক করবের।
তারপরে Taxpayer’s Status থেকে Individual Bangladeshi সিলেক্ট করবেন।
তারপরে Taxpayer’s Type থেকে Individual Bangladeshi Minor/Major (with NID) সিলেক্ট করবেন।
(আপনার বয়স ১৮ এর কম বা বেশী Minor/Major যেটা হয় দিবেন।)
তারপরে Registration Type থেকে New Registration সিলেক্ট করবেন এবং যদি আপনি আগে এটা করে থাকেন বা ভুল হয়ে থাকে বা হারিয়ে যায় আপডেট করার জন্য হয় তাহলে Re- Registration সিলেক্ট করবেন।
তারপরে Main Source of Income থেকে যদি আপনার আয়ের উৎস হয় চাকরী তাহলে Service সিলেক্ট করবেন, যদি ডাক্তার উকিল, প্রককৌলি হয় তাহলে Profession সিলেক্ট করবেন, Business করলে Business সিলেক্ট করবেন।
তারপরে Service Location, Type of Employer / Service Location থেকে আপনার যেখানে সার্ভিস দিয়ে থকেন সেটা সিলেক্ট করবেন,
তারপরে Type of Employer চাক্রীর ধরন সিলেক্ট করবেন।
তারপরে ==“Go to Next” ==
Basic Information এখানে সমস্ত তথ্য ন্যাশনাল আই ডি অনুযায়ী দিবেন এবং সঠিক দিবেন।
Name of Taxpayer=এখানে আপনার নাম দিবেন
Gender=এখানে Male /Female দিবেন
Taxpayer’s National ID=এখানে নাম্বার দিবেন
Date of Birth=
Father’s Name=
Mother’s Name=
Name of Spouse=এখানে স্বামী বা স্ত্রী নাম দিবেন।
Mobile Number=
Facsimile=এখানে অন্য পরিচিত কার টিন নাম্বার দিতে পারেন
Email=
Current Address:
Permanent Address
Other Address:
আপনার ঠিকানা সিলেক্ট করে এবং লিখে দিবেন।
তারপরে==“Go to Next” ==
তারপর Final Preview দেখতে পারবেন আপনি যে সমস্ত তথ্য দিছেন তা থিক আসে কিনা যাচাই করে দেখুন ভুল হলে ব্যাক করে ঠিক করে নিন।
তারপরে “Submit Application” ক্লিক করুন
“View Certificate” দিলে অনলাইনে টিন সারটিফিকেট দেক্তে পাড়বেন ।
“Print Certificate” দিয়ে প্রিন্ট করতে পাড়বেন বা সেভ করতে পারবেন।
আশাকরি বিষয়টি বুজতে পাড়ছেন এবং করতে পাড়বেন যদি না পাড়েন তাহলে প্রাক্টিকেল দেখার জন্য আমার ইউটিউব ভিডিও দেখতে পাড়েন।
এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী আরও ভিডিও দেখতে
>>>এখানে ক্লিক করুন<<<
ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলেগ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন
Gram Bangla Online |
0 Comments