অনলাইনে ইনকাম একটি জনপ্রিয় মাধ্যম CPA মার্কেটিং, CPA মারকেটিং কি? কিভাবে করবেন? কিভাবে অফার প্রোমোট করবেন?
CPA মিনিং কি ?
Cost Per Action
CPA মারকেটিং কি?
হল এমন কিছু অফার যেমন কোন পণ্য বিক্রি করা পাশাপাশি ইমেইল সাবমিট , জিপ কোড সাবমিট, ফোন নাম্বার সাবমিট, গেম ডাউনলোড ইত্যাদি করিয়ে ইনকাম করা অর্থাৎ CPA মার্কেটিং এ আপনাকে পে করা হবে কোন নিদিষ্ট একটি কাজের বিনিময়ে। CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে বেশি আয় করা সম্ভব।
CPA তে কি অফার থকে?
সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড, সাইন আপ, ইমেইল সাবমিট, হেল্থ, ইনসিওরেন্স, আর্থিক, নৈমিত্তিক ডেটিং, স্বাস্থ্য ও সৌন্দর্য, গেমিং, পিন জমা, জরিপ, মোবাইল অ্যাপ, ভ্রমণ, ইকমার্স ইত্তাদি। এই সকল অফার আপনাকে মার্কেটিং করতে হবে। তাই প্রতমে আপনাকে জানতে হবে
মার্কেটিং কি?
হয়তো আপনি শুনে থাকবেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অনলাইন মার্কেটার হতে হলে আপনাকে অনলাইনের মার্কেটিং এর অনেক বিষয় সম্পর্কে ভালো জানতে হবে।
CPA মারকেটিং কিভাবে করবেন?
এজন্য আপনাকে যেকোনো CPA নেটওয়ার্ক সাইট খুজে নিতে হবে, কেননা অনলাইনে অনেক CPA নেটওয়ার্ক সাইট রয়েছে কিন্তু আপনি হয়ত জানেন না কোনটা ভাল বা সহজ ভাবে কাজ করা যায় বা সহজে পেমেন্ট নেয়া যায়। আপনি যেহেতু নতুন সেহেতু এখানে দুটি সাইট আপনাকে সাজেস্ট করলাম লিংকে দুকে সাইন আপ করে নিতে পাড়েন
> 1/ CPA GRIP
> 2/ Ad Work Media
একাউন্ত খুলে আপনি যখন এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন, আপনার পছন্দমত অফার বাছাই করবেন । সেই অফারে CPA লিংকটি পাবেন আপনার কাজ হবে অফার এর সেই লিংকটিই প্রোমট করা বা শেয়ার করা নির্দিষ্ট অফার নির্দিষ্ট দেশের মানুষের কাছে প্রোমোট করতে হবে।
কিভাবে অফার প্রোমোট করবেন?
অফারগুলো বিভিন্নভাবে প্রোমট করার মাধ্যম আছে যেমন Paid method, Free method অথবা Email marketing ইত্যাদি। সবচেয়ে লাভজনক হল Paid method অর্থাৎ টাকা খরচ করতে হবে, তবে নতুন হিসাবে প্রথমে Free তে কাজ করে কিছু ইনকাম করে তারপরে খরচ করে বেশী ইনকাম করতে পাড়বেন সেটাই ভাল।
Paid method কি?
Facebook paid ads, Google Adwords
Free method কি?
আর্টিকেল লিখে , ইউটিউব ভিডিও করে, সোস্যাল মিডিয়া ফেসবুক, টুইটার পিন্টারেস্ট ইত্যাদি এর মাধমে মার্কেটিং।
Email marketing জানলে Email এর মাধমে ভাল ট্র্যাফিক পাওয়া সম্ভব।
নতুনরা সহজে যে সাইট থেকে এপ্রোভাল পাবেন নিচে লিঙ্ক দেয়া হল
> CPA GRIP Register Now
> Ad Work Media Register Now
➤এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী টিপস এন্ড টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে এখানে ক্লিক করুন
ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রাম বাংলা অনলাইন চ্যানেল Subscribe করে বেল বাটন টিপে রাখুন।
Gram Bangla Online |
বাংলা ভাষায় নির্মিত সমস্ত ভিডিও
ভিডিও প্লেলিস্ট গ্রাম বাংলা অনলাইন ইয়উটিউব চ্যানেল থেকে
নিচের সমস্ত প্লেলিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
- ডাচ বাংলা ব্যাংক বাংলা ভিডিদে
- বিকাশ নিয়ে বাংলা ভিডিও
- ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলবেন বাংলা ভিডিও
- এন্ড্রইড টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন
- ফটোশপ বাংলা ভিডিও
- সি পি এ মার্কেটিং বাংলা ভিডিও
- কম্পিউটার টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- ধন্যবাদ
0 Comments