Dbbl Nexus Pay Apps কিভাবে Activation |
বর্তমানে ডাচ বাংলা ব্যাংক Nexus-pay অ্যাপ্লিকেশন ইন্সটল করে রেজিস্ট্রেশন করতে কিছু সমস্যায় পড়তে হতে পাড়ে, তার কারন Nexus-pay অ্যাপটি অ্যাক্টিভেশন করতে হবে, তাছাড়া এটি ব্যবহার করতে পাড়বেন না।
এটা আপনার বাড়তি জামেলা মনে হতে পাড়ে কিন্তু এটা আপনার ভালোর জন্য অর্থাৎ নিরাপত্তার জন্য।
কিভাবে এক্টিব করবেন? এ জন্য আপনি হেল্প লাইন ১৬২১৬ নাম্বারে ফোন করে একজন কাস্টমার প্রতিনিদির সাথে কথা বলে প্রয়োজনীয় তথ্য যেমন তারা সুরক্ষার জন্য আপনার অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত তথ্য জানতে চাইতে পারে, তথ্য দেয়ার পরে সে আপনাকে যাচাই বাছাই করে আক্টিব করে দিবে।
অবশ্যই, মনে রাখবেন যে নাম্বারটি আপনি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করছেন সে নাম্বার জেন আপনার ব্যাংক একাউন্ট এর সাথে সম্প্রিক্ত থাকে এবং যখন ফোন দিবেন সেই একই নাম্বার দিয়ে হেল্পলাইনে ফোন দিবেন।
বুজতে সমস্যা হলে নিচে ভিডিও দেয়া আছে প্রয়োজনে দেখে নিতে পাড়েন।
➤এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী টিপস এন্ড টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে এখানে ক্লিক করুন
ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রাম বাংলা অনলাইন চ্যানেল Subscribe করে বেল বাটন টিপে রাখুন।
বাংলা ভাষায় নির্মিত সমস্ত ভিডিও
ভিডিও প্লেলিস্ট গ্রাম বাংলা অনলাইন ইয়উটিউব চ্যানেল থেকে
নিচের সমস্ত প্লেলিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
- ডাচ বাংলা ব্যাংক বাংলা ভিডিদে
- বিকাশ নিয়ে বাংলা ভিডিও
- ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলবেন বাংলা ভিডিও
- এন্ড্রইড টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন
- ফটোশপ বাংলা ভিডিও
- সি পি এ মার্কেটিং বাংলা ভিডিও
- কম্পিউটার টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- ধন্যবাদ
0 Comments