birth certificate | জন্ম নিবন্ধন তথ্য ভুল সংশোধন কিভাবে করবেন


আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে  বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট  খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম,  আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন, 


জন্ম নিবন্ধন করতে গিয়ে যদি কোন ভুল তথ্য চলে আসে,  তাহলে সেটার সমাধান করা খুবই জরুরী এবং গুরুত্বপূর্ণ,  জন্ম নিবন্ধন ভুল সংশোধন করার জন্য আপনার হাতে থাকা স্মার্টফোনে যথেষ্ট,  সরকারি ওয়েবসাইটে ঢুকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার আবেদন করতে পারেন,  সে ক্ষেত্রে যদি আপনার নাম ভুল হয় অথবা আপনার বাবা মায়ের নাম বলা হয় লোকেশন ঠিকানা, নামের মধ্যে ভুল হয়,  যে ধরনেরই হোক না কেন তার সংশোধন করার সুযোগ রয়েছে,  তবে তার জন্য প্রমানপত্র প্রয়োজন হবে,  যেমন আপনার বাবার নাম ভুল হয়েছে তাহলে বাবার ভোটার আইডি কার্ড হচ্ছে প্রমাণপত্র,  যদি আপনার নিজের নাম ভুল হয়ে থাকে,  তাহলে আপনার নাম আর কিসে ব্যবহার করেছেন,  যেমন স্কুল-কলেজ-মাদ্রাসা কিংবা টিকার কার্ড বা অন্য যে কোন গানের মধ্যে আপনার নাম যেখানে লেখা রয়েছে সেটি প্রমাণ পত্র হিসেবে দাখিল করতে হবে নাম সংশোধন করার জন্য,  কি পুরোপুরি ভিডিও করে দেখানো হয়েছে প্রয়োজন পড়লে অবশ্যই দেখে নিবে ইনশা'আল্লাহ সমাধান হবে,  ধন্যবাদ.


 পোস্টটিপড়ে যদি কিছু না বুঝতে পারেন কিলিয়ার তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ



Post a Comment

0 Comments