কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অথবা মুছে ফেলবেন

 

আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে  বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট  খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম,  আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন, 


এই ভিডিওতে দেখানো হয়েছে,কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অথবা মুছে ফেলবেন,  আমরা জানি বিভিন্ন মুভিতে গ্রীন স্ক্রীন এর মাধ্যমে ভিডিও শুট করা হয় যাতে করে সহজ উপায় ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে  বা পরিবর্তন করে সুন্দর দৃশ্য সেট করা যায়,  অনেকটা সেরকমই আপনি যদি গ্রীন স্ক্রীন ধারণ করে ভিডিও শুট করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড টা কে মুছে ফেলে যেকোনো দৃশ্য সেট করে দিতে পারবেন,  তবে প্রফেশনালি করতে গেলে গ্রীন স্ক্রীন ব্যবহার করাটা বেটার,  তবে যদি আপনি গ্রিন স্কিন ব্যবহার করতে না পারেন তাহলে চেষ্টা করতে হবে যেন এক কালার হয়ে থাকে ব্যাকগ্রাউন্ড তাহলে আপনি অনেকটা clear-cut ভাবে ব্যাকগ্রাউন্ড বুঝতে পারবেন চেঞ্জ করতে পারবেন, 

 তাই এই ভিডিওতে ক্যামটেসিয়া সফটওয়্যার এর মাধ্যমে ভিডিও এডিটিং করে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখানো হয়েছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখানো হয়েছে আশা করি উপকৃত হবেন, ধন্যবাদ.


 পোস্টটি পড়ে যদি কিছু না বুঝতে ,তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ


how to change green screen video background in bangla how to change video background without green screen in Camtasia photo background change bangla how to change video background how to change the background of a video with green screen video background changing without green screen video photo background change Change your video background full bangla tutorial Remove video background Coller background change video


Post a Comment

0 Comments