ফেইসবুক মারকেটপ্লেস পড়তে হয় প্রতারণার ফাঁদে দেখে সচেতন হতে পারেন

 

আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে  বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট  খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম,  আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন, 


এই ভিডিওতে দেখানো হয়েছে,কিছু সচেতনামূলক বিষয়ে,  যেমন ফেইসবুক মারকেটপ্লেস bikroy.com মার্কেটপ্লেস,  এই সমস্ত সাইট থেকে আমরা যারা প্রোডাক্ট কেনাকাটা করি,  সেই প্রোডাক্ট কিনতে গিয়ে আমাদেরকে পড়তে হয় প্রতারণার ফাঁদে,  এই মার্কেটপ্লেসে কিছু অসাধু চক্র রয়েছে যারা ফেক আইডি খুলে ফেক নাম ব্যবহার করে মোবাইল নাম্বার দিয়ে,  সহজ সরল মানুষ কে ধোকা দিয়ে থাকে, 


 আমি এই ভিডিওতে একজন প্রতারক এর মোবাইল নাম্বার এবং আইডি এবং তার সাথে যে যোগাযোগের মাধ্যম সবকিছু প্রমাণস্বরূপ তুলে ধরেছি,  এবং আপনাকে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিওটি দিয়েছি যেন আপনি ভিডিওটি দেখে সচেতন হতে পারেন এই সমস্ত অসাধু চক্র প্রতারকের হাত থেকে, 


 তাদের প্রতারণার কৌশল হচ্ছে তাদের প্রোডাক্ট থাকুক আর না থাকুক তারা এও করে আর যখন গ্রামের কোন লোক অথবা দূরের কোনো লোকজন প্রোডাক্টটি নেওয়ার ইচ্ছা পোষণ করে তখন তার সাথে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠানোর কথা বলে প্রাথমিকভাবে তার কাছ থেকে খরচ হাতিয়ে নেয়,  তারপরে তাকে প্রোডাক্টটি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছে বলে কুরিয়ারে বুকিং দিয়েছে কন্ডিশন এর মাধ্যমে সেই টাকার আবদার জানিয়ে একটি কুরিয়ার থেকে মেসেজ এডিট করে পাঠিয়ে দেয় এবং ফোন দিয়ে সেই টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর দাবি জানায়,  এভাবে করে তারা সহজ সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হয়তো অনেকে লজ্জা শরমে পড়ে কারো কাছে কিছু না বলে মনের দুঃখে বনে কান্দে,  সেই সমস্ত প্রতারকদের বিরুদ্ধে সহজ সরল মানুষের পক্ষে এই ভিডিওটি তৈরি করেছে যেন আপনি সচেতন হতে পারেন,


 যদি কোন আইনের লোক এই ভিডিওটি দেখে থাকেন এই পোস্টটি দেখে থাকেন তাহলে তার কাছে বিনীত অনুরোধ আপনি দয়া করে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে,  তারা তাদের প্রতারণার  শাস্তি পেয়ে থাকে,  এবং অনেক মানুষ যেন তাদের প্রতারণার হাত থেকে বাঁচতে পারে, ধন্যবাদ.


 পোস্টটি পড়ে যদি কিছু না বুঝতে ,তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ


 ফটোশপ এডিটিং বিভিন্ন ইফেক্ট শিখতে আমার নতুন চ্যানেল ঘুরে আসতে লিংকে ক্লিক করুন:https://www.youtube.com/channel/UC4bHOzjj5FQp9TiZ3naMz1w


Post a Comment

0 Comments