কিভাবে ওয়েবসাইট বা ব্লগ সাইট SEO করে Google সার্চ ইঞ্জিনে Rank করিয়ে first পেইজে নিয়ে আসা যায়

কিভাবে ওয়েবসাইট বা ব্লগ সাইট SEO করে গুগল সার্চ ইঞ্জিনে Rank করিয়ে ফাস্ট পেইজে নিয়ে আসা যায়
কিভাবে ওয়েবসাইট বা ব্লগ সাইট SEO করে গুগল সার্চ ইঞ্জিনে Rank করিয়ে firstপেইজে নিয়ে আসা যায়


আমি আপনাকে দেখাবো,কিভাবে ওয়েবসাইট বা ব্লগ সাইট SEO করে গুগল সার্চ ইঞ্জিনে Rank করিয়ে first পেইজে নিয়ে আসা যায়।ইতিমধ্যে যদি আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট, গুগল সার্চ কনসলে URL সাবমিট করে থাকেন,তবে কি হল আপনার সাইটের পোস্টগুলি গুগল ইনডেক্স করে নিবে।তবে আপনি যদি আপনার পোস্ট এর নাম লিখে সার্চ দিয়ে থাকেন গুগল সার্চ ইঞ্জিনে হয়তো আপনার পোস্টটি দেখা যাবে, কিন্তু সেটা হয়তো গুগল এর ২,৩,৪, নাম্বার পেইজে।আর যদি আপনার পোস্টগুলি গুগল এর প্রথম পেইজে দেখা না যায় সে ক্ষেত্রে আপনার  সাইটের ভিজিটর কম আসার সম্বাভনা বেশী।ভিজিটর বেশী পেতে হলে আপনার পোস্ট কে রাঙ্ক করিয়ে গুগল এর প্রথম পেইজে নিয়ে আসতে হবে।


তাই প্রথমে আমরা যখন পোস্ট তৈরি করবো তখন আমাদের keyword Research। করতে হবে,আপনার সাইট এর রিলিটেড কি ওয়ার্ড নির্বাসন করতে হবে। কোন কথা লিখে মানুষ সার্চ দিয়ে থাকে সেই কথাগুলি একেকটা  কি ওয়ার্ড আর এ ধরনের কি ওয়ার্ড এর সার্চ ভালিওম কেমন সি পি সি কেমন কম্পিটেসন কেমন এ সব দেখে কি ওয়ার্ড নির্বাসন করতে হবে। যে সকল  কি ওয়ার্ড এর সার্চ ভালিওম, সি পি সি বেশী এবং কম্পিটেসন কম সে সকল কি ওয়ার্ড সিলেক্ট করতে হবে।এ রকম করে আপনি যখন আপনার সাইটের জন্য যোগ্যতম কি ওয়ার্ড পেয়ে থাকবেন তো কি ওয়ার্ডগুলী নোট প্যাডে সেভ করে রাখবেন।

কি ওয়ার্ড যখন  নেয়া হল,এখন এই কি ওয়ার্ডগুলী দ্বারা অফ পেইজ SEO করতে হবে। আমরা সাইটের এর মাঝে মাঝে যে ছবি দিয়ে থাকি সেই ছবির ভিতরে কি ওয়ার্ডগুলী ব্যাবহার করবো। কিভাবে ছবির ভিতরে কি ওয়ার্ডগুলী ব্যাবহার বিস্তারিত নিচে ভিদিও দেয়া আছে চাইলে দেখে নিতে পাড়েন।
ছবির ভিতরে কি ওয়ার্ডগুলী ব্যাবহার হলে ছবিটা অবশ্যই JPG ফাইল হতে হবে PNG বা অন্য কন ফরমেটে হলে  JPG ফাইলে কনভারট করে নিতে হবে।যখন আমরা সবগুল ছবির ভিতরে কি ওয়ার্ডগুলী ব্যাবহার করবো তারপর আমরা আমাদের সাইটে ছবি আপলোড করবো।

সবগুলি ছবি যখন পোষ্টের মাঝে মাঝে আপলোড করা হয়ে যাবে তারপর সেই আপলোড করা ছবির উপর ক্লিক করে অ্যাড ক্যাপশন এর ভিতর Research করা কি ওয়ার্ড ডুকাতে হবে এবং প্রোপার্টি ক্লিক করে সেখানেও . করা কি ওয়ার্ড ডুকাতে হবে। এরকম করে সকল ছবির মাঝে কি ওয়ার্ড ডুকাতে হবে।

Research করা কি ওয়ার্ড মেটা ট্যাগ,টাইটেল, মেটা ডিস্ক্রিপ্সন লিখতে হবে।এক কথায় আপনার পোস্ট এর সমস্ত পয়েন্টে পয়েন্টে Research করা কি ওয়ার্ড ব্যাবহার করবেন। আবার এমন না হয় যেখানে ব্যাবহার যোগ্য নয় সেখানেও দিবেন,বুঝে শুনে যোগ্য স্থানে যোগ্য keyword দিবেন। একই ভাবে পোস্ট এর মাঝে keyword দ্বারা কিছু লিখার চেস্টা করবেন।
এভাবে করে সুন্দর করে সাজিয়ে যখন পোস্ট করবেন তখন সেই পোস্ট গুগল সার্চ ইঞ্জিনে Rank করবে এবং গুগল এর ফাস্ট পেইজে নিয়ে আসবে।

আশাকরি বুজাতে সক্ষম হয়েছি।
যদি ভালবাবে না বুজতে পাড়েন নিচে ভিডিও দেয়া আসছে ।সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ


অনলাইন জগতের সহযোগী ভিডিও দেখতে এখানে ক্লিক করুন





🇧🇩All Bangla tutorial🇧🇩





     
                                
 📀📀How to make money youtube all=✡️✡️

📱Android tips and Bangla tutorial=🛂





🌍Amazon affiliate Bangla tutorial=📱


Post a Comment

0 Comments