ব্যাকলিংক কিভাবে তৈরি করা যায় ।
প্রথমে আমরা জানবো ব্যাকলিংক কি? আপনার যদি ওয়েবসাইট,ব্লগ সাইট অথবা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ব্যাকলিংক সম্পর্কে সুস্পষ্ট ধারনা থাকতে হবে। আর সার্চ ইন্জিন অপটিমাজেশন এ এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাকলিংক এবং একটি ওয়েবসাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ট্র্যাফিক ।আপনার সাইটে ভিজিটর না থাকলে যেমন সাইটের কোন মূল্য নাই তেমনি ভিজিটর নিয়ে আসতে হলে সাইট কে সার্চ ইন্জিন অপটিমাজেশন করে রাঙ্কে উঠাতে হবে আর রাঙ্কে উঠাতে হলে গুরুত্বপূর্ণ যে বিষয়টির প্রয়োজন হবে সেটাই হল ব্যাকলিংক। ব্যাকলিংক ভিবিন্ন রকম আছে ভিবিন্ন ভাবে তৈরি করা যায় এটাকে সার্চ ইন্জিন অপটিমাজেশন এর মধ্যে অফ-সাইট অপ্টিমাইজেশান এর একটি গুরুত্বপূর্ণ অংশ বলা হয়।
ব্যাকলিংক কি?
ব্যাকলিংক হল আপনার সাইটের সাথে অন্য একটি সাইটের লিংক স্থাপন করা।
ব্যাকলিংক হল একটি সাইট থেকে আপনার সাইটের জন্য লিংক পাওয়া। বুজেন নি।
মনে করুন আপনার ওয়েবসাইটের লিংকটি আপনি অন্য একটি সাইটে দিলেন তহাতে কি হল ওই সাইটে আপনার সাইটের লিঙ্ক পেলো আর আপনার কাছে ওই সাইটে লিঙ্ক আসলো ।ভাবছেন কিভাবে আসলো? আপনার লিংকটি দেয়ার ফলেই আসলো । আর একটু সহজ করি আপনি যদি ফেজবুকে কোন পোস্ট এর মধ্যে কমেন্ট করেন তবে সেখানে অন্য কেহ আপনার নামটি দেখতে পাচ্ছে কিনা এবং সেখান থেকে আপনার কমেন্ট দেখে যদি কোন মানুষের মনে ইচ্ছে হয় আপনার প্রফালে আসার আর সে যদি আপনার নামের উপড় ক্লিক করে তাহলে সেটা সম্ভব কিনা। তাওলে ওই সাইটের সাইটের সাথে আপনার সাইটের লিংক স্থাপন হচ্ছে কিনা। অর্থাৎ অন্য সাইট থেকে আমরা আমাদের সাইটে যে ইনকামিং লিংক পাই তাকে ব্যাকলিংক বলে।
ব্যাকলিংক কেন কি তার উপকারিতা ?
একটি সাইট এর গ্রহনযোগ্যতা বা গরুত্ত নির্ভর করে ব্যাকলিংক। আপনার সাইটে যত বেশী হাই কয়ালিটি বা পাওয়ার ফুল ব্যাকলিংক থাকবে আপনার সাইট তত বেশী গ্রহনযোগ্যতা পাবে সার্চ ইন্জিন এর কাছে। রাজার সেনা যদি পাওয়ার ফুল না হয় বা পর্যাপ্ত সেনা না থাকে তাহলে রাজত্ব থাকে না। তাই সার্চ ইন্জিনে রাজত্ব করতে হলে পর্যাপ্ত পাওয়ার ফুল ব্যাকলিংক তৈরি করতে হবে।
ব্যাকলিংক কিভাবে তৈরি করব?
ভিবিন্ন ধরনের ব্যাকলিংক ধরনের রয়েছে, ভিবিন্ন ব্যাকলিংক ভিবিন্ন ভাবে তৈরি করা যায় । তবে ব্যাকলিংক তৈরি করতে গিয়ে ভাল মন্দ ছোট বড় ভিবিন্ন উপায় পাবেন।আশা করবো সঠিক এবং পাওয়ার ফুল ব্যাকলিংক তৈরি করার উপায় জানানোর।
প্রথমত কমেন্টিং এর মাধ্যমে ব্যাকলিংক তৈরি করবো।
আমরা চাইবো আমাদের সাইট বা পোস্ট সম্পর্কিত যে সাইট বা পোস্ট আছে সেখানে সবার প্রথমেই কমেন্ট করবো এবং সাইটি যেন বিশ্বস্ত হয়,জনপ্রিয় হয় এবং সার্চ ইন্জিন রাঙ্কে থাকে।এমন যদি হয় কেউ সেই পোস্টে কোনো প্রশ্ন করেছে তাহলে আপনি এর প্রসঙ্গে দরকারি কোনো তথ্য দিয়ে যোগ্য উত্তর কমেন্টের মাধ্যমে দিবেন।দরকার হলে চার-পাঁচ লাইনের একটি কমেন্ট লিখুন চোখে নেয়ার মতো। কমেন্টে যদি আপনার ই-মেইল দেয়ার অপশন থাকে যে ই-মেইল দিয়ে থাকেন তাহলে ই-মেইল প্রোফাইলে যেন সাইটের ইমেজ দেওয়া থাকে নিজের ব্র্যান্ড প্রমোশন করার জন্য । আবার স্প্যামিং না হয় সে দিকে লক্ষ্য রাখবেন । সাদামাটা কমেন্ট করে কোন লাভ নাই আনকমন কমেন্ট করার চেষ্টা করবেন।
আপনি যদি ভাল সাইট তৈরি করেন আপনাকে কিন্তু সেটা ভিজিটরের কথা চিন্তা করেই বানাতে হবে ইঙ্কামের কথা নয়। তাহলেই আপনি আপনার সাইট এর জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন।মনে রাখবেন আপনি আপনার সাইটে রিয়াল কিছু রাখেন রিয়াল ভিজিটর পাবেন। তখন আপনার সাইট নিয়ে অন-লাইনে আলোচনা হবে ।প্রয়োজনীয় তথ্য ব্যাবহার করুন অপ্রয়োজনীয় তথ্য পরিহার করুন ।ইন্টারনেট এ প্রত্যেকটি সাইট তার একটি নির্দিষ্ট ভিজিটরদের উদ্দেশ্যে গড়ে উঠে যেমন ফেসবুক বন্ধু খোঁজার জন্য, গুগল বিভিন্ন ওয়েবসাইট খোঁজার জন্য, ইউটিউব ভিডিও দেখার জন্য।এ এই রকম উদ্দেশ্যে নিয়ে অনলাইনে হাজার হাজার সাইট আছে এবং তাদের প্রত্যেকের আলাদা উদ্দেশ্যে/ বিশেষত্ব আছে।তাই আপনি যে ধরনের মানুষ ভিজিটর হিসেবে চান তাদের কথা চিন্তা করে আপনাকে আপনার সাইট এর তথ্য সংযোজন করতে হবে।আপনাকে বুজতে হবে আপনার সাইট টির তথ্য যথেষ্ট চাহিদাপুর্ন কি না।তাই ইউনিক সব কন্টেন্ট দিয়ে তৈরি করুন আপনার ওয়েবসাইট। তাহলে হাই কোয়ালিটি ব্যাকলিংক পাবেন এবং হাই কোয়ালিটি ব্যাকলিংক একটি সাইটের সার্চ ইঞ্জিন র্যাংকি করে ট্রাফিক বাড়াতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে।
ফেসবুক, টুইটার, গুগল + এর মত সাইটে করা বুকমার্কিং গুলো আপনার সাইট এর রাঙ্কিং বাড়িয়ে দিতে পাড়ে অনেকটা। আপনার সাইট যদি মানসম্মত হয় তাহলে আপনার সাইটটি ভিজিটরদের পছন্দের তালিকায় প্রথমে থাকবে। সোশ্যাল নেটওয়ার্ক এর জনপ্রিয়তা আকাস চোয়া তাই যত বেশী সম্ভব সোশ্যাল মিডিয়ায় হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করুন ।
ব্যাকলিংক সম্পর্কে ফিজিক্যাল ভাবে বুজতে হলে নিচের ভিডিওটি দেখতে পাড়েন।
অনলাইন জগতের সহযোগী ভিডিওগুলি দেখতে এখানে ক্লিক করুন
🇧🇩All Bangla tutorial🇧🇩
an style="font-family: "georgia" , "times new roman" , serif;"> 📀📀How to make money youtube all=✡️✡️
📱Android tips and Bangla tutorial=🛂
🌍Amazon affiliate Bangla tutorial=📱
0 Comments