Google AdMob থেকে আয়,যেকোনো সাইটকে কনভার্ট করে Android App তৈরী.

যেকোনো সাইটকে কনভার্ট করে কিভাবে মোবাইল এপ্স বানিয়ে  AdMob থেকে আয় 


Google AdMob থেকে আয়,যেকোনো সাইটকে কনভার্ট করে Android App তৈরী.
Google AdMob থেকে আয়,যেকোনো সাইটকে কনভার্ট করে Android App তৈরী.

আমরা যারা এপ্স ডেবলপার না তারা এরকম করে সহজ ভাবে এপ্স বানাতে পারবো, আমাদের কনো এপ্স কোডিং প্রয়োজন হবে না। এপ্স বানানোর জন্য ভিবিন্ন সাইট আছে তবে তার মাঝে জনপ্রিয় একটি সাইট থানকেবেল। আর এজন্য প্রয়োজন হবে কম্পিউটার কারন মোবাইল দিয়ে সম্ভব না। এখান থেকে এপ্স বানিয়ে গুগল পেলেস্টোরে পাবলিশ করে AdMob থেকে আয় করতে পাড়বেন।এজন্য প্রথমে গুগল পেলেস্টোরে পঁচিশ ডলার পেমেন্ট করতে হবে।আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি ভিবিন্ন সাইট বা নিজের যদি ওয়েবসাইট থাকে এগুলো দিয়ে ভিবিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এপ্সের ডাউনলোডার বা ভিউয়ার পাবেন। আপনার এপ্সে যদি মানুষের প্রয়োজনীয় বিষয়গুলি দেয়া থকে তবে সে এপ্স মানুষ ডাউনলোড করে ব্যাবহার করবে । আর এই এপ্স ব্যাবহার করার মাঝে মাঝে আপনার বসানো AdMob এর অ্যাড দেখা যাবে এবং অ্যাড দেখার কারনে গুগল আপনাকে পেমেন্ট দিবে। এবাবে AdMob থেকে আয় করা সম্ভব।


একটি কথা মনে রাখবেন কখনো নিজের এপ্সের  AdMob এর এডের উপর নিজে নিজে কিলিক করবেন না, তাহলে আপনার এডসেন্স ও  AdMob একাউট ডিজেবল হতে পাড়ে।

একটি এপ্সের মাঝে অধিক পরিমান এড বসাবেন না, বেশী এড দেখালে ডাউনলোডার বা ভিউয়ার বিরক্ত হবে।

এক একটি এপ্স এর জন্য আলাদা আলাদা  AdMob এড আইডি বানাবেন,একি এড ভিবিন্ন এপ্সে ব্যাবহার করবেন না তাহলে বিপদে পড়বেন।

যেকোনো ব্রউজার থেকে গুগল এডমুব একাউন্ট সাইন আপ করে নিবেন। থামকেবেল সাইটে সাইন আপ করে নিবেন, যদি আপনার জিমেইল দিয়ে গুগল লগ ইন করা থাকে তাহলে অটো সাইন আপ হয়ে যাবে ।

আমার এই সাইটে্র এবং ইউটিউব চ্যানেল দিয়ে এপ্স তৈরী করা আছে প্রয়োজনে  ডাউনলোড করে দেখে নিতে পাড়েন।

<<১/গ্রাম বাংলা অনলাইন ওয়েবসাইট>>
<<২/গ্রাম বাংলা অনলাইন ইউটিউব>>

একটি সম্পূর্ণ এপ্স বানিয়ে নিচের ভিডেওতে দেখানো আছে 



                              অনলাইন জগতের সহযোগী ভিডিওগুলি দেখতে
                                         <<এখানে ক্লিক করুন>>



🇧🇩All Bangla tutorial🇧🇩



     
                                

📀📀How to make money youtube all=✡️✡️

📱Android tips and Bangla tutorial=🛂





🌍Amazon affiliate Bangla tutorial=📱





Post a Comment

0 Comments