Website URL submit to bing SEO |
কিভাবে Bing এ URL submit, সাইটম্যাপ সেটাপ, মেটা ট্যাগ SEO করা যায় ?
কিভাবে Bing/yahoo সার্চ ইঞ্জিনে ব্লগ সাইট বা ওয়েভ সাইট এর URL submit করবেন এবং মেটা ট্যাগ কিভাবে সেট করবেন তারপর সাইট কিভাবে ভেরিফাই করবেন।
আপনার ব্লগ সাইট বা ওয়েভ সাইট এর জন্য অধিক পরিমাণ ভিজিটর পেতে হলে SEO এর বিকল্প নাই। আর SEO করতে হলে প্রথমে আপনার সাইটের URL submit করতে হবে যেকোনো সার্চ ইঞ্জিনে ।
সার্চ ইঞ্জিন হিসেবে প্রথম যে প্লাটফর্ম আমরা যাকে চিনি সেটি হল গুগল এবং তারপরে যার স্থান সেটি হল yahoo/Bing।
আজকে আমরা yahoo/Bing নিয়ে আলোচনা করবো । প্রথমে আমরা জানবো যেখানে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হল গুগল সেখানে আমরা কেন yahoo/Bing সাইটে URL submit করবো, এছাড়াও বড় বড় ফ্রিলান্সার বা SEO এক্সপার্টরা গুগল এর মাধ্যমেই SEO করে থাকেন, তার কারন গুগলের জনপ্রিয়তা বেশী এবং কাস্টমার ও ওয়েবসাইট বেশী,তবে আমরা যদি নুতন হয়ে থাকি প্রথম আমরা জানবো, আমদের যে ওয়েবসাইট আছে সেটি কোন টফিকের বা আমাদের টার্গেট কোন দেশের ভিজিটর, সেই দেশের মানুষ যখন কিছু খুজে তখন তারা কোন সার্চ ইঞ্জিন ব্যাবহার করে। আবার এমনও হয় ভিন্ন ভিন্ন বিষয় খোজার জন্য ভিন্ন ভিন্ন সার্চ ইঞ্জিন ব্যাবহার করে থাকে।আমাদের রিসার্চ করে বেড় করতে হবে আমার সাইটের বিষয় খুজে পাওয়ার জন্য তারা কোন সার্চ ইঞ্জিন ব্যাবহার করে তো আমরা সেখানেই URL submit এবং SEO করবো, আমরা আমাদের সাইট বা সাইটের পোষ্ট ও পেইজের বাবহারিত কী ওয়ার্ড লিখে ভিবিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে সার্চ ভলিওম দেখে বুজে নিবো আমার সাইটের জন্য কোন সার্চ ইঞ্জিন ব্যাবহার করলে ভালো ফলাফল পাবো এবং সেখানে SEO করবো।
আমরা যাহারা এমাজন এফিলিএট মারকেটিং করে থাকি ব্লগ সাইট বা ওয়েবসাইট এর মাধ্যমে তারা যদি গুগলে SEO করে ভালো রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন রইলো yahoo/Bing সার্চ ইঞ্জিনে আপনার সাইটকে SEO করার জন্য, তাহলে আশাকরি রেজাল্ট খুব ভালো পাবেন। তার কারন এমাজন পণ্যের ইনফরমেশন নেয়ার জন্য বা কেনার জন্য USA এর মানুষ yahoo/Bing ব্যাবহার করে থাকে বেশী ।
URL submit ,সাইটম্যাপ সেটা আপ ,মেটা ট্যাগ SEO প্রাক্টিকাল দেখানো আছে এই ভিডিওতে প্রজন হলে দেখে নিতে পাড়েন ।
📀📀How to make money youtube all=✡️✡️
📱Android tips and Bangla tutorial=🛂
🌍Amazon affiliate Bangla tutorial=📱
0 Comments