কিভাবে Domain and Hosting কিনবেন for Amazon Products Affiliate Marketing,Make website |
ওয়েবসাইট ছাড়া Amazon Products Affiliate Marketing করা যায় কিন্তু বেশি বিক্রি বা কমিশন অর্জন করা জায় না।
তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি Amazon Products সম্পর্কে কনটেন্ট লিখতে পাড়েন। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে নিয়মিত পোস্ট করতে হবে তার মানে আরটিকেল লিখতে হবে অর্থাৎ একজন ভিসিটর বা কাস্টমার আপনার ওয়েবসিটে নিয়ে আসার জন্য ভাল ও আকর্ষণীয়, সমায় উপযোগী কনটেন্ট লিখতে হবে তবে কপি পেস্ট করা যাবে না অবশ্যই ইউনিক আরটিকেল লিখতে হবে। key word resources করতে হবে। সমায়ের পরিক্রমায় Products এর চাহিদা বুজতে হবে ইত্যাদি এভাবে করে আপনার Website build করতে হবে তার পরে Website SEO করতে হবে।
কি অনেক কঠিন মনে হয় ?
তাহলে আপ্নার জন্য সহজ পথ কি......?
আপনার কি আমাজন অ্যাফিলিয়েট আকাউন্ট আছে ?
আপনার কি অ্যামাজন API kay আছে
আপনি কি নিজে নিজে ওয়েবসিট তৈরী করতে চান ?
তাহলে আপনাকে কোন আরটিকেল লিখতে হবে না কোন পোষ্ট করতে হবে না সবকিছু auto হবে ।
ভাবছেন কিভাবে?
সহজ পথে হাটা শুরু করুন ।
এজন্য আপনাকে কিছু টাকা পয়সা খরচ করতে হবে । ভাই খরেছের কথা শুনলে তো মাথা ঠিক থাকে না। ভয়ের কিছু নাই বেশী না সামান্য। ইনকাম করতে হলে কিছু খরছ করতে পাড়বেন না এটা কেমন কথা ভাই। টাকা পয়সা আমাকে দিতে হবে না ভাই । এটা করার জন্য কিছু জিনিস পত্র কিনতে হবে।
প্রথমে ওয়েবসাইট এর জন্য Domain and Hosting কিনতে হবে। তবে কম দামে কোথা থেকে কিভাবে কিনবেন বিস্তারিত আমার ইউটিউব চ্যানেল এর ভিডিও দেখে কিনতে পাড়েন ।
এখানে ভিডিও লিঙ্ক এবং নিচে ভিডিও দেয়া আছে ।
আশাকরি ভিডিওটি আপনার জন্য সহযোগী হবে।
>>>এখানে ক্লিক করুন<<<
ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলে
গ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন
Gram Bangla Online |
0 Comments