Dutch Bangla Bank NexusPay App বাবহারের সমস্যা ও সমাধান

Dutch Bangla Bank NexusPay App বাবহারের সমস্যা ও সমাধান
Dutch Bangla Bank NexusPay App বাবহারের সমস্যা ও সমাধান

Dutch Bangla Bank NexusPay App বাবহারের ক্ষেত্রে কিছু সমস্যা সমাধান পেতে যে তথ্য আপনাকে জানতে হবে। আমরা যারা  NexusPay App ব্যাবহার করি অথবা করবো হয়তো এরকম কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
যেমন
বর্তমানে একটি অফার রয়েছে তা হল রেফার বোনাস,আপনি যদি কোন ইউজার কে রেফার করিয়ে থাকেন তাহলে ৫০ টাকা বোনাস পাবেন। কিন্তু আপনি রেফার করেও বোনাস পাচ্ছেন না কেন? তার কারন হ্ল আপনি যাকে রেফার করিয়েছেন সে যদি NexusPay App এর সাথে তার কোন একাউন্ট কার্ড অ্যাড না করে তাহলে আপনি রেফার বোনাস পাবেন না। আর এই রেফার বোনাস রেফারকারী কার্ড এড করার সাথে সাথে পাবেন এবং যদি সাথে সাথে না পেয়ে থাকেন তাহলে অন্তত ১০ করমদিবস সমায় লাক্তে পারে অর্থাৎ ১০ করমদিবস এর মধ্যে পাওয়া যাবে আর যদি ১০ করমদিবস এর মধ্যেও না পেয়ে থাকেন তাহলে এর যোগ্য প্রমান নিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করে হবে।

আপনি যদি রেফার বোনাস কে ইনকাম উৎস হিসেবে নিয়ে থাকেন তাহলে সেটা ভুল হবে। তবে আপনি আপনার কাছের মানুষদের NexusPay App ব্যাবহার করা শিখাতে পাড়েন উতসাহ দিতে পাড়েন এভাবে করে কিছু টাকা ইনকাম করতে পাড়েন। আশা করি বুজতে পাড়ছেন।

রেফার নাম্বার কোনটা হবে অর্থাৎ যখন রেফার করাবেন তখন রেফার অপশনে কোন নাম্বারটি বসাবেন?
আপনি যে নাম্বার দিয়া NexusPay App রেজিস্টেশ্ন করছেন সেই নাম্বারটাই হল রেফার নাম্বার, আপনার ইচ্ছা হলে এই ০১৭১৮১৩৭৫৩৯ নাম্বার রেফার অপশনে ব্যবহার করতে পাড়েন তাহলে আমিও ৫০ টাকা পাবো এবং আপ্নিও পাবেন। যদি রেফার করেন কোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেন যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আপনার NexusPay App এর সাথে একের অধিক কার্ড যুক্ত করলে রেফার কমিশন কোথায়  আসবে ?
NexusPay App ওপেন করলে আপনার যুক্ত করা কার্ড এর পাশে আর একটি কার্ড দেখতে পাবেন, সেটা হল ভারসুয়াল কার্ড বা Loyalty Points Card এই কার্ডে যত বোনাস cashback পাবেন তা যুক্ত হবে।

একটি কমন সমস্যা NexusPay App এর সাথে কার্ড অ্যাড করতে গেলে অ্যাড হয় না, এজন্ন আপনাকে খেয়াল করে সাবধানে কার্ড অ্যাড করতে হবে যে কার্ডের তথ্য  যেন ভুল দেয়া না হয়, যদি কোন ভুল তথ্য দেয়া হয় যেমন কার্ড হোল্ডার নেইম বা রকেট নাম্বার দিতে গিয়ে শুধু মোবাইল নাম্বার দেয়া মনে রাখবেন রকেট এর খেত্রে একটি বেশী সঙ্খা দিতে হবে এবং সঠিক পিন নাম্বার টা দিতে হবে। তারপরও যদি এড না হয় তাহলে ব্যাংক কাস্টমার কেয়ার ১৬২১৬ নাম্বারে ফোন করে একজন প্রতিনিধির সাথে কথা বলে ঠিক করে নিতে পাড়বেন।
আশাকরি বিষয়টি আপনার জন্য খুবই সহযোগী হবে।
বুজতে সমস্যা হলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে পাড়েন।

এই ইউটিউব চ্যানেল থেকে  সহযোগী আরও ভিডিও দেখতে 
                                 
                                           >>>এখানে ক্লিক করুন<<<




ভালো মনে করলে, আপ টু ডেট ভিডিও পেতে হলে
গ্রাম বাংলা অনলাইন চ্যানেলটি subscribe করে রাখুন 
Gram Bangla Online
Gram Bangla Online








  1. Dutch Bangla Bank all Bangla tutorial
  2. Free Blog site and personal website
  3.  How to make money youtube all
  4. Android tips and Bangla tutorial
  5. Amazon affiliate Bangla tutorial
  6. Personal tips for my dear viewers

Post a Comment

0 Comments