কম্পিউটার হারালেও ডকুমেন্ট বা ফাইল থাকবে আজীবন |
আমরা অফিসে কিংবা বাসায় কম্পিউটার ব্যাবহার করে থাকি এবং আপদের অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা একচেল কাজ করে সে কাজের ডকুমেন্ট বা ফাইল কম্পিউটারে মেমোরিতে সেভ করে রেখে থাকি,
আবার কখনো আমরা কাজ করতে করতে সেভ করা ভুলে যাই, হঠাট বিদ্যুৎ চলে যায় তখন সমস্ত পরিশ্রম বৃথা যায়।
আবার যখন কম্পুটার হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়, কম্পিউটারে থাকা সমস্ত ফাইল হাড়িয়ে যায়। তখন আমাদের দুঃখের সিমা থাকে না।
অনেক সমায় ভাইরাস আক্রামন করে।
কম্পিউটার চুড়ি বা নস্ট হয়ে যায়।
এধরনের ভিবিন্ন সমস্যা থেকে রেহাই পেতে আপনি যে পন্থা অবলম্ভন করবেন তাহল অনলাইন মাইক্রোসফট অফিস এবং গুগল ড্রাইভ ব্যাবহার করা।
কেন ব্যাবহার করবেন?
মাইক্রোসফট অনলাইন অফিস এবং গুগল ড্রাইভ ব্যাবহার করলে এখানে একাউন্ট করে নিতে হবে এবং আপনার সব কিছু হাড়িয়ে গেলও যদি একাউন্ট ইমেইল ও পাসওয়ার্ড না হাড়িয়ে যায় তা হলে যেকোনো জায়গায় বসে আপনার ফাইল এর সমস্ত কাজ এর প্রয়োজনীয়তা পুরন করা সম্ভব।
তবে একাজ হবে সব অনলাইনে, আপনার সাথে কম্পিপুটার নেই কিন্তু ডকুমেন্ট বা ফাইল দরকার যেকোনো কম্পিউটার বা মোবাইল দিয়ে কাজ চালাতে পাড়বেন।
তাহলে কিভাবে মাইক্রোসফট অনলাইন অফিস এবং গুগল ড্রাইভ ব্যাবহার করবেন বিস্তারিত নিচে ইয়উটিব ভিদিওতে দেখানো রয়েছে প্রয়োজনে দেখে নিতে পাড়েন।
➤এই ইউটিউব চ্যানেল থেকে সহযোগী টিপস এন্ড টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে এখানে ক্লিক করুন
ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রাম বাংলা অনলাইন চ্যানেল Subscribe করে বেল বাটন টিপে রাখুন।
বাংলা ভাষায় নির্মিত সমস্ত ভিডিও
ভিডিও প্লেলিস্ট গ্রাম বাংলা অনলাইন ইয়উটিউব চ্যানেল থেকে
নিচের সমস্ত প্লেলিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
- ডাচ বাংলা ব্যাংক বাংলা ভিডিদে
- বিকাশ নিয়ে বাংলা ভিডিও
- ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলবেন বাংলা ভিডিও
- এন্ড্রইড টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
- অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন
- ফটোশপ বাংলা ভিডিও
- সি পি এ মার্কেটিং বাংলা ভিডিও
- কম্পিউটার টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
- ধন্যবাদ
0 Comments