ফেজবুক মার্কেটিং কি? কেন ফেজবুক মাকেটিং করবো? এবং কিভাবে?

ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি pdf ব্যবস্থাপনা বই pdf ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল ফেসবুক মার্কেটিং কোর্স pdf ফেসবুক পেইড মার্কেটিং CPA Marketing Course CPA course in Bangladesh ডিজিটাল মার্কেটিং dvd মার্কেটিং বিভাগের বই ইমেইল মার্কেটিং বই ডিজিটাল মার্কেটিং এর বই ডিজিটাল মার্কেটিং বই pdf ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব Digital marketing কী মার্কেটিং বাংলা বই pdf ব্যবসা সংক্রান্ত বই pdf অনার্স ২য় বর্ষের বই মার্কেটিং বিভাগ মার্কেটিং বিষয়ক বই ডিজিটাল মার্কেটিংয়ে হাতেখড়ি pdf ব্যবস্থাপনা বই pdf ফেসবুক মার্কেটিং টিউটোরিয়াল ফেসবুক মার্কেটিং কোর্স pdf ফেসবুক পেইড মার্কেটিং CPA Marketing Course CPA course in Bangladesh ডিজিটাল মার্কেটিং dvd মার্কেটিং বিভাগের বই ইমেইল মার্কেটিং বই ডিজিটাল মার্কেটিং এর বই ডিজিটাল মার্কেটিং বই pdf ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব Digital marketing কীফেসবুক মার্কেটিং করে আয় ফেসবুক মার্কেটিং বই ফেসবুক পেইজ টিপস ইউটিউব মার্কেটিং ফেসবুক পেজ খোলার নিয়ম ফেসবুক থেকে আয়

ফেজবুক মার্কেটিং কি? কেন ফেজবুক মাকেটিং করবো? এবং কিভাবে শিখবো?

আমরা কোন কিছু মানুষের কাছে শেয়ার সেটা পণ্য বা সেবা হতে পাড়ে। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেজবুক, আমরা যদি কিছু প্রচার করি ফেজবুকে তাহলে সেখানে অনেক মানুষ তা দেখতে পায়। আমরা যদি মুখে শেয়ার করি অল্প সংখ্যক মানুষ দেখে। সুতরাং ফেসবুকের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারির কাছে কোন প্রতিষ্ঠান, পন্য বা সেবার প্রচারণা করে দেয়াকেই ফেসবুক মার্কেটিং বলে। ফেসবুকে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকেও ফেসবুক মার্কেটিং বলে।
 আপনে চাইলে নিজেও করতে পাড়েন বা কাইকে দিয়ে করাতে পাড়েন। এজন্য আপনাকে শিখতে হবে বা কিছু বিষয় জানতে হবে। যেমন কিভাবে প্রচার করলে অনেক মানুষ দেখতে পাবে বা আপনার মত অনেকেইতো প্রচার করে তাহলে আপনারটা কোন বেশি দেখবে।

একটা সমায় ছিল ব্যনার, সাইবোর্ড, বিলবোর্ড, ফেস্টুন, পেপার, রেডিও, বা টিভি বিজ্ঞাপন দিয়ে অনেক প্রডাক্ট বা সেবার প্রচার ছিল ব্যাপক, তবে তার কস্টিং ছিল বেশী, সবার জন্য সম্ভব ছিলনা, কিন্তু বর্তমানে আপনার পণ্য বা সেবার জন্য খুব কম খরচে সহজে তার প্রচার চালাতে পাড়েন ফেজবুকে। ফেসবুক মার্কেটিং করলে আপনি আপনার মার্কেটিং ফলাফল তাৎক্ষনিক চেক করতে পারবেন এবং প্রয়োজনে আপনার প্রচার বন্ধ করে নতুন ভাবে প্রচার চালাতে পারবেন। ফেসবুকের মার্কেটিং করলে আপনি আপনার ফলাফল পর্যালোচনা করতে পারবেন। প্রায় সব মানুষ ই একে অপরের সাথে যুক্ত তাই আপনি অতি সহজেই আপনার একটি বার্তা, পণ্য ও সেবা  অন্যর নিকট পৌঁছে দিতে পারবেন, ফলে সবার জন্যই প্রচারণা বর্তমান সময়ে ব্যবসায়িক সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি একজন ছোট ব্যবসায়ী বা একটি বৃহৎ ব্যবসায়ী যাই হোন না কেন, আপনার ব্র্যান্ডের প্রচার প্রচারণা বাড়ানোর জন্য এবং আপনার ব্যবসার  বিস্তার বাড়ানোর জন্য ফেসবুক হলো একটি মূল্যবান মার্কেটিং মাধ্যম যেখানে আপনি সব লেভেল থেকে শুরু করে সব বয়সী মানুষের কাছে আপনার বার্তা, পণ্য ও সেবা পাঠাতে পারবেন। কোন ব্রান্ড সৃষ্টির জন্য ফেসবুক মার্কেটিং এর বিকল্প নেই।

আপনি যখন নিজে নিজেই ফেসবুকে মার্কেটিং শুরু করবেন তা আপনি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই করতে পারবেন । আপনার নিজের এই পরিচিতি বাড়াতে হলে আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে আর এ উদ্দেশ্য আপনাকে নিয়মিত একটিভ থাকতে হবে এবং বিভিন্ন ধরনের আর্টিকেল বা ভিডিও শেয়ার করতে হবে এতে করে তাদের সাথে আপনার একটা যোগাযোগ তৈরী হবে। কথা কাজে মিল থাকতে হবে বিশস্ততা অর্জন করতে হবে। নিয়মিত যোগাযোগ পোস্ট কমেন্ট এর মাধ্যমে আপনি সবার বিশ্বাস যোগ্য হয়ে উঠতে হবে।

ফেসবুকে আপনার যাবতীয় সঠিক ইনফরমেশন দিয়ে সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে একটি একাউন্ট প্রস্তুত করতে হবে। কোন প্রকার ভুল ইনফরমেশন দেয়া যাবে না, সবার কাছে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। আপনাকে নিয়মিত পোস্ট, কমেন্ট ইত্যাদি করার মাধ্যমে নিজেকে পরিচিত করে তুলতে হবে। যে কোন বিষয়ে প্রচারনা করার জন্য আপনাকে কৌশলী হতে হবে।

নিচের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করে দেখানো হয়েছে প্রয়োজনে দেখে নিতে পাড়েন>


➤এই ইউটিউব চ্যানেল থেকে  সহযোগী টিপস এন্ড টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে এখানে ক্লিক করুন
                                 
                                         

ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রাম বাংলা অনলাইন চ্যানেল Subscribe করে বেল বাটন টিপে রাখুন।
বাংলা ভাষায় নির্মিত সমস্ত ভিডিও



ভিডিও প্লেলিস্ট  গ্রাম বাংলা অনলাইন ইয়উটিউব চ্যানেল থেকে
নিচের সমস্ত প্লেলিস্ট দেখতে এখানে ক্লিক করুন।






  • ডাচ বাংলা ব্যাংক বাংলা ভিডিদে
  • বিকাশ নিয়ে বাংলা ভিডিও
  • ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলবেন বাংলা ভিডিও
  • এন্ড্রইড টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
  • অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
  • আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
  • অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন
  • ফটোশপ বাংলা ভিডিও
  • সি পি এ মার্কেটিং বাংলা ভিডিও
  • কম্পিউটার টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
  • ধন্যবাদ

Post a Comment

0 Comments