অনলাইনে ইনকাম করা কিছু ভালো পরামর্শ ও গাইডলাইন


আপনি কি অনলাইনে আয় করতে চান? সথিক পথ খুজে পাচ্ছেন না তাইতো।
এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন।

অনলাইনে ইনকাম করার জন্য অনেক ওয়ে রয়েছে, তবে আপনি যদি সব পথে আগাতে চান সেটা সম্ভব না, তাছাড়া আপনার রুচির সাথে মিল থাকতে হবে, নয়তো আপনার বরিং লাইফ ইঞ্জয় করতে হবে।

যাহারা অনলাইনে ইনকাম করে তাদের বলা হয় ফ্রিলাঞ্চার, পৃথিবীর একপ্রান্ত থেকে কাজের অর্ডার দেয়া হয় আর অন্য প্রান্তে বসে রাত জেগে বাসায় বসে তার কাজ করে দেয় ফ্রিলাঞ্চার। আপনি যদি কোন কাজ জানেন বা শিখবেন তাহলে আগে আপনাকে জানতে হবে অনলাইনে কি কাজ করা হয় বা কোন কাজেন ডিম্যান্ড ভাল। অবশ্যই যেকোনো কাজ ভাল বাবে জেনে কাজে নামাটাই ভাল। তারপর আপনাকে জানতে অবে কোথায় গেলে কিভাবে কাজ এর অর্ডার পাব বা অর্ডার পেলে কিভাবে কাজ করে তাকে তার কাজ বুজিয়ে দিয়ে টাকাটা পকেটে নিবো।

এই সমস্ত কাজ হল কাজ করলে টাকা, কাজ না করলে টাকা নাই। কাজ পেলে বসে থাকা যাবে আপনার শত বাস্ততার মাজেও কাজ করে বুজিয়ে দিতে হবে। হঠাত কাজে অর্ডার করলে সাথে সাথে আপনাকে রেস্পঞ্চ করতে হবে, নয়তো অর্ডার কেন্সেল হয়ে যাবে। কাজের কলিটি ভাল হতে হবে নায়ত ইনকাম করে ভাল কিছু করে পাড়বেন না। তবে এজন্য আপনাকে রাত জাগতে হতে পাড়ে। একটু তেতো মনে হচ্ছে, কেন ভাই হাজার হাজার মানুষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করে ফেলছে, আপনি শুধু অজাথা ঘড়ে বসে ডিম পাড়ছেন।

আচ্ছা আপনার এমন ইনকাম ভালো লাকছে না, যদি এমন হয় একবার কাজ করে রেখেছেন তারপর মাজে মাজে অন্য কাজের ফাকে ফাকে করছেন আর শুধু ইনকাম আসতেছে আর আসতেছে, কোন রাত জাগতে হয়নি, সঙ্গীকে ভালো সমায় দিতে পাড়ছেন এবং কোন মানুসীক টেনশনে পরতে হয়নি, তাহলে ব্যাপারটা কেমন হয়। এইবার মনে জানে প্রান ফিরে পেল।

লং টাইম দরে ইনকাম করতে হলে প্রয়োজন প্রতিবা, ইউনিক বিষয় খুজে বেড় করা, গাটাগাটি করা, জানার বা শিখার ইচ্ছা, ক্রিয়েটিভ হওয়া, প্রবল ইচ্ছা সক্তি, কুল মন মানুসিকতা , ভাবছেন এত কিছু আমার নাই। না মিথ্যা কথা, যদি না থাকতো তাহলে এতো গুলি লেখা পড়ে আপনি এই পর্যন্ত আসতেন না।

ঠিক আছে বুজলাম তাহলে করবোটা কি?
আপনি আপনার প্রতিবাকে নিজের মধ্যে লুকিয়ে না রেখে সবার মাজে ছড়িয়ে দিন। প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে, হয়তো  কেহ তা প্রকাশ করে আবার হয়ত তা প্রকাশ না করেই পামে পু পুএ পাপ্পু হয়ে যায়। হয়ত প্রতিভা প্রকাশ করার কারও সুযোগ আসে হয়তো কারও আসে না, আমি মনে করি আপার সুযোগ এই পোস্ট। আজকেই সিধান্ত নিবেন।

আপনি জাহা ভালো জানে বা কম জানেন বা আর জানবেন তাহা অন্নকে জানাতে ভিডিও করে ফেজবুক বা ইয়উটুবে আপলোড করে দিন। ইনকামের পথ শুরু হয়ে যাবে। ফেজবুকে বা ইয়উটুবেতো ভিডিও অনেকেই ছারে তারা কিভাবে টাকা পায়, সে বিষায় অন্য ভাবে জেনে নিবেন। আগে ভিদিও মেক করেন আপলোড করেন বাকি সব আস্তে আস্তে ক্লিয়ার হবে।

নিচের ভিদেওতে আরও কিছু তথ্য দেয়া রয়েছে প্রয়োজনে দেখে নিতে পাড়েন।




ইনকাম রিলেটেড আরও ভিডিও দেখুন নিচে


➤এই ইউটিউব চ্যানেল থেকে  সহযোগী টিপস এন্ড টিউটোরিয়াল ভিডিও আরও দেখতে এখানে ক্লিক করুন
                                 
                                         

ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে গ্রাম বাংলা অনলাইন চ্যানেল Subscribe করে বেল বাটন টিপে রাখুন।
বাংলা ভাষায় নির্মিত সমস্ত ভিডিও



ভিডিও প্লেলিস্ট  গ্রাম বাংলা অনলাইন ইয়উটিউব চ্যানেল থেকে
নিচের সমস্ত প্লেলিস্ট দেখতে এখানে ক্লিক করুন।







  • ডাচ বাংলা ব্যাংক বাংলা ভিডিদে
  • বিকাশ নিয়ে বাংলা ভিডিও
  • ফ্রি ওয়েবসাইট কিভাবে খুলবেন বাংলা ভিডিও
  • এন্ড্রইড টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
  • অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
  • আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা ভিডিও
  • অনলাইনে টাকা ইনকাম কিভাবে করবেন
  • ফটোশপ বাংলা ভিডিও
  • সি পি এ মার্কেটিং বাংলা ভিডিও
  • কম্পিউটার টিপস এন্ড বাংলা টিউটোরিয়াল ভিডিও
  • ধন্যবাদ

Post a Comment

0 Comments