আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন,
আমরা ইমেইলে কেন অটো রিপ্লাই সেট করব? কী তার উপকারিতা,
প্রথমত আপনি বড় বিজনেসম্যান সব সময় ইজি কাজে বিজি থাকেন, অনেক মেইল এসে জমা হয় আপনার ইনবক্সে, রিপ্লাই দেওয়ার সময় পান না, যে আপনাকে মেইল পাঠায় সে তো অবশ্যই উত্তর এর অপেক্ষায় থাকে, তার জন্য আপনি অটোমেটিক করে রাখতে পারেন কিছু সান্তনার বানী দিয়ে দিয়ে, যেমন রিপ্লাই দিলেন ইমেইল করার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মেইল আমি পেয়েছি, কিছুক্ষণের মধ্যে আপনার মেইলের রিপ্লাই দিচ্ছি, ধন্যবাদান্তে অটো রিপ্লাই
এখন আপনাকে যিনি মেইল পাঠিয়েছে সে বুঝতে পারছে আপনি ব্যস্ত আছেন, এটা একটা গ্রাফিটি,
এই ভিডিওর মেইন উদ্দেশ্য হলো, যারা সিপিএ মার্কেটিং করেন তাদের এই অটো রিপ্লাই প্রয়োজন হবে, বিষয়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেমন আমরা যখন cpa offerপ্রমোট করি এবং বিভিন্ন জনকে যখন মেইল সেন্ড করি তার মধ্যে যদি লিংক থাকে সিপিএ লিংক, তাহলে সেই মেয়েটা বেশিরভাগ সময় স্প্যাম ফোল্ডারে চলে যায়, ইনবক্স e না গেলে সেই মেইল খুব কম কাজে আসে, তার জন্য মেইল সেন্ড করব বিভিন্ন অফার দিয়ে অর্থাৎ লোভনীয় অফার, যেমন আপনি যদি ফ্রিতে কিছু পেতে চান তাহলে এই মেইল এর রিপ্লাই দিন, লিংক ছাড়া এরকম কিছু কথা লিখে যখন আমরা মেইল পাঠাবো কাউকে, সে ক্ষেত্রে প্রায় বেশিরভাগ ইনবক্স, এবং আপনার সেই কাস্টমার যদি আপনার অফারে আগ্রহী হয় তাহলে সে রিপ্লাই দিবে, এরকম হয়তো অনেকেই রিপ্লাই দিবে, কিন্তু আপনার প্রয়োজন হবে সেই কাস্টমারকে আপনার একটি লিঙ্কে ঢুকানোর জন্য, এক্ষেত্রে আপনার এক এক করে লিঙ্গ ঢুকাতে হবে, কাজ অনেক বেড়ে যাবে, অনেক সময় লাগবে, এর জন্য আপনার সহজ উপায় হলো, আপনি অটো রিপ্লাই সেট করে রাখবেন তার মধ্যে লেখা থাকবে অফারটি পেতে এ লিংকে প্রবেশ করুন, অটোর রিপ্লাই এর মধ্যে সেট করে দিবেন আপনার কাঙ্খিত সিপিএ প্রমোটেড লিংক, আপনি মেইল পাঠাবেন হাজার জনকে, কিন্তু তার রিপ্লাই দিবে 10 জন, সুতরাং দশজনকে যদি আপনি অটো রিপ্লাই দেন, সে ক্ষেত্রে ইমেইলের আইডির কোন সমস্যা হবে না, এবং ইনবক্স হবে, এই কাজটি করার জন্য অর্থ সিপিএ মার্কেটিং করার জন্য অটো রিপ্লাই টা আপনার জন্য বেস্ট হবে, আপনার সিপিএ মার্কেটিং এর জন্য বেস্ট কাজে আসবে, তবে auto-reply কিভাবে সেট করবেন সেটা আপনাকে বলে বোঝানো যাবে না, তার জন্য নিচে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ
0 Comments