আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন,
বিরক্তিকর একটি পরিবেশ কম্পিউটার যখন ছোট হয়ে যায় তখন মনে চায় কম্পিউটার ধরে আচার মারী মাউস আর কিবোর্ড ধরে বুড়িগঙ্গায় ফেলি, আর তখনই আমরা যেটা করে থাকি মাউসের রাইট বাটন ক্লিক করে বারবার রিফ্রেশ বাটন এ ক্লিক করা সত্ত্বেও কম্পিউটার হাটে কিন্তু দৌড়ায় না,
এজন্য আমরা এই ভিডিওতে দেখেছি রিফ্রেশ করার একটি সিস্টেম অর্থাৎ হার্ডডিস্ক রিপেয়ার করব অনেক সময় আমাদের ফাইল টেনাসফার আদান প্রদানের ক্ষেত্রে হার্ডডিক্স এর মধ্যে একটা জটলা বেড়ে যেতে পারে যখন অনেকগুলি ফোল্ডার একসাথে কাজ করে অনেকগুলি কাজ যখন একসাথে করা হয় সে ক্ষেত্রে হার্ডডিক্সের যে ফাইল ফোল্ডার রয়েছে সেগুলি কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে যার ফলে কিন্তু আপনার কম্পিউটার স্লো হয়ে যায়, এখানে কম্পিউটার এর হার্ডডিস্কে রিপ্লেস করার জন্য একটি কোড ইউজ করতে হবে এবং সেই কোডটি আপনার হোমস্ক্রীনে থাকবে শর্টকাট হিসেবে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে আপনার হার্ডডিস্ক সেক্ষেত্রে আপনার হার্ডডিস্ক যদি ক্লিয়ার হয়ে যায় অর্থাৎ রিফ্রেশ হয়ে যায় তাহলে আপনার কম্পিউটার থেকে ফাস্ট হয়ে যাবে ইনশাল্লাহ সেই ভিডিওতে দেখানো হয়েছে আশাকরি এ বিষয়টি আপনাকে দ্রুত করে দিবে,
পোস্টটিপড়ে যদি কিছু না বুঝতে পারেন কিলিয়ার তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ
0 Comments