Drive lock without any software Bangla Tutorial


আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে  বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট  খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম,  আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন, 


আমাদের কম্পিউটারে কিছু গোপন ডকুমেন্টস থাকতে পারে যেগুলো কাউকে দেখানোর নয়,  সে ক্ষেত্রে যদি আপনার বাসায় কম্পিউটার থাকে সেটি অন্য কেউ ইউজ করে বাজে কেউ ওপেন করে সেক্ষেত্রে আপনার গোপন ফাইল ওপেন হয়ে যায়,  গোপনীয়তার থাকলো না তা হলে করনীয় কি?


 সে ক্ষেত্রে আমাদের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আপনি কম্পিউটারে পার্টিশন রয়েছে অর্থাৎ হার্ডডিস্ক পার্টিশন রয়েছে সে হার্ডডিক্সে এক একটা ডিভাইস লক করে রাখতে পারেন পাসওয়ার্ড দিয়ে,  এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনার ডিস্টার্ব করবেন অর্থাৎ সে কিভাবে  বিট লকার ইউজ করবেন,  এর ফলে আপনার সেটিংস এর মধ্যে আপনার পাসওয়ার্ড না জানা  কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না, আর আপনার ব্যক্তিগত কোন ডকুমেন্ট  ওপেন করতে পারবে না, 

 আশা করি এই পোস্টটি এবং এই ভিডিওটি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট তথ্যবহুল


 পোস্টটিপড়ে যদি কিছু না বুঝতে পারেন কিলিয়ার তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ



Post a Comment

0 Comments