আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন,
এই ভিডিওতে মাইক্রোসফট ওয়ার্ড থেকে টেবিল ক্রিকেট নিয়ে যত জল্পনা-কল্পনা রয়েছে সবকিছু দূর করার জন্য এক ভিডিওতে সমস্ত টেবিল কাস্টমাইজ ক্রিয়েটেড বিস্তারিত বিষয় দেখানো হয়েছে, আমাদের বিভিন্ন ডকুমেন্ট এর মধ্যে টেবিল তৈরি করতে হয়, সেই টেবিল কোন অংশকে কি বলা হয় যেমন টেবিলের কলাম বলা হয় কোনটিকে, row কোনটাকে বলা হয়, রো বাড়ানো কমানোর জন্য কলাম বাড়ানো কমানোর জন্য, সেল কমানো বাড়ানোর জন্য, কলাম অ্যাডজাস্ট করার জন্য কিকি টুলস ব্যবহার করা হয় এবং কোনটা কে কি বলে সে সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে, টেবিল বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন ভাবে এডিট করতে হয় এই ভিডিওতে টেবিল সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়া রয়েছে আশা করি উপকৃত হবেন
পোস্টটিপড়ে যদি কিছু না বুঝতে পারেন কিলিয়ার তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ
0 Comments