How to make an Employee or Student ID Card in PowerPoint


আসসালামুয়ালাইকুম গ্রাম বাংলা অনলাইনে  বাংলা টিউটোরিয়াল ভিডিও এবং পোস্ট  খুঁজে পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সু স্বাগতম,  আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন, 


এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে ইমপ্লয় আইডি কার্ড তৈরি করবেন,  সাধারণ দিয়ে আইডি  কার্ড করতে পারি,  ইলাস্ট্রেটর দিয়ে আইডি কার্ড তৈরি করতে পারি,  তবে কিন্তু আমরা পাওয়ারপয়েন্ট দিয়েও আইডি কার্ড তৈরি করতে পারি,  এই ভিডিওতে পাওয়ার পয়েন্ট দিয়ে আইডি কার্ড তৈরি করা দেখানো হয়েছে,  এক্ষেত্রে  দুইটা বিষয়  জানতে পারবেন,  মানে আপনার পাওয়ার পয়েন্টের শেখা হল, পাওয়ার পয়েন্ট এর বিভিন্ন টুলস এর ব্যবহার সম্পর্কে জানা হলো,আইডি কার্ড  কিভাবে তৈরি করতে হয় সেটা শেখা হল,  আইডি কার্ডের ডিজাইন কেমন হয় সেটা আইডি হল,  তার মানে আপনি ভিডিওটা দেখে আপনি পাওয়ার পয়েন্ট অথবা ফটোশপ অথবা ইলেস্টটরে সমস্ত সফটওয়্যার দিয়ে আইডি কার্ড বানাতে পারবেন, ধন্যবাদ



 পোস্টটিপড়ে যদি কিছু না বুঝতে পারেন কিলিয়ার তাহলে ভিডিওটি দেখলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ


          

Post a Comment

0 Comments